ক্রাইম রিপোর্টার : আলমগীর কবীর
গাইবান্ধা জেলা
গাইবান্ধায় গৃহবধুর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় এলাকার লোকজনের হাতে এক ইউপি সদস্য আটক হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায় গাইবান্ধা সদর উপজেলার ৬ নং রামচন্দ্র পুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য মো : সাথী সরদার এর সাথে ভগবানপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী কেয়ার সাথে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিল।
সেই সম্পর্কের সূত্র ধরে ইউপি সদস্য মো : সাথী সরদার ১৮-১০ ২০২৩ ইং তারিখ আনুমানিক রাত ১২ টার দিকে খোকন মিয়ার ঘরে প্রবেশ করে তার স্ত্রী কেয়ার সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়।
এদিকে বিষয় টি এলাকার লোক টের পেয়ে, ইউপি সদস্য মো : সাথী সরদার সহ কেয়া বেগম কে হাতে নাতে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ধরে ফেলে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয় টি ইউপি চেয়ারম্যান কে অবগত করলে, রাত ভর গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে সকালে দুজন কেই গাইবান্ধা সদর থানায় প্রেরন করা হয়।