নিজস্ব সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘ দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে অফিসের সুনাম ও সাধারণ মানুষের চোখে সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত অর্জন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল।
জানা গেছে,সুন্দরগঞ্জ উপজেলার সাবেক দূর্নীতিবাজ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের পরিবর্তে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ে সৎ সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তা ওয়ালিফ মন্ডল দায়িত্ব পালন করেন।এই সৎ সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তা ওয়ালিফ মন্ডল দূর্নীতিগ্রস্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসটি থেকে অনিয়ম ও দূর্নীতিকে বিদায় করে অফিসটির হাজার গুণ সুনাম অর্জনে সক্ষম হয়েছেন। তবে কোন এক অজানা কারণে সুন্দরগঞ্জ উপজেলায় না থাকার কথা বলছেন।
বর্তমানে সুন্দরগঞ্জবাসীর কাছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা অফিসটির কথা বললেই সমালোচনার সুযোগ নেই। কি এক অদৃশ্য কারণে কয়েক মাস থেকে নিষ্ঠাবান কর্মকর্তা ওয়ালিফ মন্ডল এ উপজেলায় না থাকার কথা বলছেন। ইউপি পরিষদ চেয়ারম্যানগণ বলছেন, সুন্দরগঞ্জের অহংকার পিআইও ওয়ালিফ মন্ডল, তিনি উপজেলা থেকে অন্য উপজেলায় গেলে আবারও দূর্নীতির মহাউৎসব হবে অফিসটিতে। এমন সৎ সাহসী ও নিষ্ঠাবান কর্মকর্তা পাওয়া ভাগ্যের ব্যাপার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের বিষয়ে সচেতন নাগরিক সমাজের বেশ কিছু ব্যক্তির সাথে কথা হলে তারা জানান,আমরা উপজেলাবাসী ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধীনঅস্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস থেকে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা উপজেলাবাসী পেয়েছি।
ওয়ালিফ মন্ডল শীত মৌসুমে রাতের আঁধারে অসহায় গরিব মানুষের বাসায় গিয়ে গিয়ে শীতবস্ত্র কম্বল পৌঁছে দিয়েছেন। তিনি উপজেলার নদী কবলিত ৮ ইউনিয়নে বন্যার সময় ব্যাপক ভুমিকা পালন করেছেন। ১৫ টি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে সরকারি প্রকল্পের শত-ভাগ কাজ বুঝিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মহতি প্রকল্পের ঘর নির্মাণে সৎ সাহসীকতার পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, দিনের বেলা প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে,সরকারি প্রকল্প স্থান পরিদর্শন করে শতভাগ কাজ করেছেন ওয়ালিফ মন্ডল।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের সাথে কথা হলে তিনি জানান, কারো কথায় নয়, আমার উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমি দায়িত্ব পালন করেছি, সরকার আমাকে যে কারণে নিয়োগ করেছে, আমাকে তাই করা উচিত বলে মনে করি, তাই আমি দায়িত্ব পালনে কখনো পিছুপা হইনি। সর্বপরি কথা এ উপজেলা কোন দ্বীনদার ব্যক্তির জন্য নয়।