ইছব আলী তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার এসআই আনন্দ চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল বিদেশী মদসহ ১ জন মদক কারবারিকে গ্রেফতার করেন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন বাদাঘাট দক্ষিণ ইউপির বাঘমারা পয়েন্টে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদক কারবারের সাথে জড়িত মো: মাইনুদ্দিন শাহিন (৪৪), পিতা-মৃত মহিউদ্দিন, গ্রাম-হবিবনগর, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজতে থাকা ৪৮ বোতল Officer’s Choice নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।