তোফায়েল আহমেদ, ধামরাই উপজেলা প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামানের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে, আমেনা-নূর ফাউন্ডেশন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচ ২১ অক্টোবর ২০২৩ইং, শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ, কুশুরা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন সোহেল খান একাদশ বনাম যাদবপুর চিরসবুজ ফুটবল টুর্নামেন্ট। উক্ত ফাইনাল ম্যাচে ধামরাই সোহেল খান একাদশ কে ১-০ গোলে পরাজিত করে যাদবপুর চিরসবুজ ফুটবল টুর্নামেন্ট বিজয় লাভ করেন। ফাইনাল ম্যাচের প্রাইজমানি হিসাবে বিজয়ী দলকে দেড় লাখ অপরদিকে রানার্সআপ দলকে এক লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান (সি.আই.পি.) ব্যবস্থাপনা পরিচালক, আমেনা-নূর ফাউন্ডেশন ও কো-চেয়ারম্যান, বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদ। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ ফজলে আলী -চেয়ারম্যান, বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদ। প্রিয় অতিথি বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল মাহামুদুল হক-সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সভাপতিত্ব করেন জনাব মোঃ মোহাদ্দেস হোসেন চেয়ারম্যান, ধামরাই উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক, ধামরাই উপজেলা আওয়ামীলীগ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, জনাব বেনজীর আহমেদ মুকুল, জনাব মোঃ আমিনুর রহমান, জনাব মোঃ আলম কবীর, জনাব মোঃ হাবিবুর রহমান (হাবিব), জনাব দেওয়ান মুসলেম উদ্দিন মুসা, মোঃ জাকারিয়া দিপু, জনাব মোঃ নিয়ামুল কবীর, জনাব আব্দুল আউয়াল, জনাব মোঃ সানাউল হক সুজন, জনাব মোঃ নাহিদ হাসান (তপু), জনাব নাসির ইকবাল সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রগতি সংঘ ও ডালিপাড়া গ্রামবাসী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহম্মদ আল জামান (সিআইপি) বলেন মহান স্বধীনতা সংগ্রামে তার পরিবার, বাংলার বীর সন্তানদের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত এই মাতৃভূমির মানচিত্রের ইতিহাস, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দেশ রত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে দেশ ও জনগনের সেবার মাধ্যমে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। তিনি বলেন আমার বাবারও স্বপ্ন ছিল ধামরাই কে একটি আধুনিক রোল মডেল করার, আমার পিতা স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুর উজ জামান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রেখে গিয়েছেন এবং শুরু করে গিয়েছেন, আমেনা নুর ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সকল ভাই বোনেরা মিলে সেগুলো প্রতিষ্ঠিত করবো এবং তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি ইতিমধ্যেই কারিগরী থেকে অনুমোদন পেয়েছি, আমরা আব্দুল আজীজ জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত করেছি, বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদরাসা প্রতিষ্ঠিত করেছি, যেখানে 400-500 ছেলে-মেয়েরা পড়াশুনা করতেছে, এবং মুস্তি বেপারী বালক এতিমখানা ও জহুরন নেসা বালিকা এতিমখান নামে আরও দুইটি এতিমখানা প্রতিষ্ঠিত করেছি। ধামরাই থানার শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এবং সর্বোপরি সামাজিক উন্নয়ন করে যাবো । তিনি বলেন শেখ হাসিনা বলেছেন মানুষের দোর গোড়ায় উন্নয়ন পৌছে দিতে আওয়ামীলীগের পক্ষ থেকে তারই অনুগামী হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা সেই কাজ করে যাচ্ছি। জাতীয় দলে ধামরাই থেকে ভবিষ্যতে কোন প্লেয়ার দেখতে পাব কিনা এবং প্রশ্নে তিনি বলেন আমরা জাতীয় দলের জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের ধামরাইয়ে যারা প্রতিভাবান প্লেয়ার আছে যারা ক্রিকেটার আছে ফুটবলার আছে অন্যান্য খেলোয়ার আছে এই প্রতিভাবানদের ট্রেনিং দিয়ে জাতীয় পর্যায়ে যাতে খেলতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করব। দেশ ও সমাজকে মাদক মুক্ত করার ব্যাপারে তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান । তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে বৃহত্তর সুযোগ দেন এবং আগামীতে যদি আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেয় তাহলে আমি ধামরাই থানার জন্য আপ্রাণ যেভাবে আমি কাজ করে আসছি সেভাবেই জনগণের জন্য কাজ করে যাবো। আর যদি আমাকে নমিনেশন নাও দেয় তাহলেও এই দেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই । তিনি বলেন বার বার দরকার শেখ হাসিনার সরকার। এই দেশের উন্নয়নকে অব্যহত রাখার জন্য যাকে নমিনেশন দেয়া হবে তার জন্য কাজ করার অভিপ্রায় ব্যাক্ত করেন।