মো:সৈকত জামান(প্রিন্স), ফুলছড়ি-গাইবান্ধা:
বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকলে ফুলছড়ি উপজেলার কালির ইউনিয়ন আওয়ামী লীগের মধ্য দিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মীরা শান্তি সমাবেশে অংশ নেয়
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী বলেন, বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচনে বানচাল করতে তারা ও তাদের সহযোগীরা তৎপর হয়ে উঠছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।