শরিফুল ইসলাম, মোহনপুর (রাজশাহী)প্রতিবেদকঃ
স্মার্ট যুব,সম্মৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মোহনপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় রেলি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল সালাম ,মোহনপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শানজিদা রহমান রিক্তা,মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জাহানাবাদ ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, বলেন সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের আর্থসামাজিক ব্যবস্থার অভূতপুর্ব উন্নয়ন ও চাকরি নেওয়া নয়, চাকরি দেওয়ার মনমানসিকতা নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সফল উদ্যোক্তাদের মাঝে দশটি যুবঋনের চেক ও ফলের চারা বিতরণ করা হয়।