আশরাফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধি
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।বুধবার(১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, তথ্য সেবা কর্মকর্তা মারজিয়া শেখ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সহ সাধারণ জনগণ।
এ সময় উপস্থিত বক্তারা জাতীয় যুব দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এর আগে, উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি মূল সড়ক প্রদক্ষিন করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।