এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি’র ডাকা অবরোধের শেষ দিনের আগের রাতে নাশকতার অভিযোগের সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র আরও ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (২রা অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, ৮নং মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের ব্যবসায়ী মোঃ জামাল বেপারী, একই এলাকার ৬ নং ওয়ার্ডের ছাত্রদলের কর্মী মোঃ মেহেদী হাসান ও নওমালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সদস্য মোঃ সোহেল হাওলাদার।
তাদের সকলকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, গ্রেফতারকৃত ওই ৪ জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
০২.১১.২৩