তোফায়েল আহমেদ, ধামরাই উপজেলা প্রতিনিধি
মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল প্রকল্পের শুভ উদ্বোধনে ঢাকা বিভাগ আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনা। সভাপতিত্ব করেন, ঢাকা দক্ষিন মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবু আহম্মেদ মান্নাফি। জনসভায় আরও উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য সালমান ফজলুর রহমান, জনাব নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জনাব কামরুল ইসলাম, ডাঃ এনামুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগ, ও জেলা থেকে আগত জেলা আওয়ামীগের সভাপতি. সেক্রেটারী ও আওয়ামী লীগ এর সহযোগী সংগঠক বৃন্দ।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি,, ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। তিনি বলেন ২৮ অক্টোবর বিএনপি জামাত যে নারকীয় কান্ড ঘটিয়েছে এর সঠিক জবাব আমাদেরকে দিতে হবে। ঢাকা জেলা আওয়ামীলীগ সেই ১৯৫২ সাল থেকে রাজপথের যেকোন আন্দোলনে, আইয়ুব বিরোধী আন্দোলন, ৬ দফার আন্দোলন, ৬৯ গনঅভূত্থান, ৭১ এর মুক্তিযোদ্ধ সহ সকল সংগ্রামে বাংলাদেশ আওয়ামীলীগ রাজপথে থেকে তাদের সাহসিকতা দেখিয়েছে। তিনি বলেন, আগামীতেও যেকোন চ্যালেঞ্জ আসবে আমরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সমস্ত নৈরাজ্যের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা জেলা আওয়ামীলীগ রাজপথে থেকে তার জবাব দিবে। এসময় তিনি ঢাকা জেলা আওয়ামীলীগের যেসমস্ত উপজেলা, থানা থেকে মিছিল সহকারে দলীয় কর্মীরা এসেছেন তাদেরকে অভিনন্দন জানান।
রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, শুক্রবার ব্যতীত আগামী ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। চলবে ১০ মিনিট পর পর। সকাল ১১টা ৩০ মিনিটের পর থেকে মতিঝিল হতে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
‘বাংলাদেশ পথ হারায়নি। মেট্রোরেল নির্মাণ করা হয়েছে সবাই যেন যাতায়াত করতে পারে, কর্মঘণ্টা বাঁচে। আর্থিকভাবে লাভবান হতে পারে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন বর্ধিত করছি’- মেট্রোরেলে চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের অনুভূতি প্রকাশে এসব কথা বলেন।
শনিবার (৪ নভেম্বর) বিকাল ২ টা ৩৪ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ করায় জাপান সরকার ধন্যবাদ। মেট্রোরেল নির্মাণে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরআগে ২ টা ৩৪ মিনিটে নিরাপত্তার জন্যে উদ্বোধনী ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। এরপর ২টা ৪২ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশ্যে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী। এ মেট্রোরেলটি প্রধানমন্ত্রীকে নিয়ে মাত্র ২১ মিনিটে পৌঁছায় মতিঝিল স্টেশনে। প্রধানমন্ত্রী যখন মতিঝিল স্টেশনে পৌঁছান তখন বাজে বিকাল ৩ টা ০৩ মিনিট। এরপর তিনি বিকাল ৪ টায় মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন।