নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বনগ্রাম ইউনিয়নাধীন শিমুহা আ: মজিদ দাখিল মাদ্রাসা কর্তৃক ১ম-৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মো: আশরাফুল আলম-এর সভাপতিত্বে ও বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল্লাহ জামান সরকারের উদ্বোধনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী শিক্ষক আব্দুর রহিম-এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মুহাইমিনুল ইসলাম আরিফ,
আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাগন সহ অবিভাবকবৃন্দ।
এসময় সমাপনী বক্তব্যে অত্র মাদ্রাসার সুপার মো: আশরাফুল আলম বলেন, আমার একটি মাত্র ইচ্ছা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে দেশের সম্পদে পরিনত ও ইসলামী রঙ্গে রঙ্গীত করে দুনিয়ার ভাল মানুষ এবং আখিরাতের জান্নাতের মেহমান করতে চাই। এই জন্য অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকাবাসী ও জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করি।