রাসেল,ধামরাই উপজেলা প্রতিনিধি (ক্রাইম)
সত্যের সন্ধানে নির্ভীক অবিচল সংগঠন ধামরাই রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির তৃতীয় দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান ।
বৃহস্পতিবার রাতে উপজেলা অফিসার্স ক্যাফে রেস্টুরেন্টে আমাদের নতুন সময় ধামরাই প্রতিনিধি আদনান হোসেন সভাপতি ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ সবুজ সাধারন সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির বিজয়ী সবাই শপথ গ্রহণ করেছেন। ২৮ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণকারী অন্যরা হলেন- তারা হলেন- সহসভাপতি পদে বাংলাদেশের আলো পত্রিকার ধামরাই প্রতিনিধি রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের সংবাদের ধামরাই প্রতিনিধি মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কলমের প্রকাশনা ও সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. নূর হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের চেতনার ধামরাই প্রতিনিধি মো. রুহুল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের জনবাণী পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. রাসেল মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির ধামরাই প্রতিনিধি সাইদ আল মামুন, ,কার্যকরী সদস্যে পদে দৈনিক বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সুমন আহমেদ ধামরাই টোয়েন্টিফোর অনলাইনের উপজেলা প্রতিনিধি আবু রাসেল।
শপথ গ্রহন শেষে নির্বাচিত কমিটির নিকটে ধামরাই রিপোর্টার্স ক্লাবের দায়িত্ব ভার আগামী ২ বছরের জন্য অর্পন করা হয়।