মোঃইয়াছিন তালুকদার,শ্রীমঙ্গল উপজেলা
সত্যের বিজয়,বাংলাদেশ সুপ্রীম কোর্টের ১১ সিনিয়র আইনজীবীর লিগ্যাল নোটিশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের শোকজ নোটিশের প্রেক্ষিতে শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মিডিয়াম নার্সারি ক্লাসের শিক্ষার্থী নাঈম উর রহমান ১৩ মাস পর স্কুলের ক্লাসে ফিরবে।
স্কুল কর্তৃপক্ষ আজ সোমবার ১৩ নভেম্বর বিকেলে শিশুটিকে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণের জন্য স্কুলে প্রেরণ করতে তার অভিভাবককে লিখিত পত্র দিয়েছেন।
যারা শিশুটি আর স্কুলে ফিরতে পারবে না বলে হুংকার দিয়েছিলেন এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষাবলম্বন করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছিলেন তাদের জন্য একবুক সমবেদনা…।
সত্যের জয় হলো।
অনেক যোদ্ধ করে তার মৌলিক অধিকার ফিরে পেল।
শিশু বাচ্চার বিষয়টি নিয়ে ঘুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছিলো।
শিশু বাচ্চাকে প্রতিবন্ধী পর্যন্ত বানানো হয়েছিলো।
১৩ মাস যোদ্ধ শেষে ক্লাসে ফিরতে যাচ্ছে নাঈম।
সংবাদকর্মী, মানবাধিকারকর্মী, সুপ্রিমকোর্টের ১১ আইনজীবীসহ সকলের সহযোগিতা এবং শিশু নাঈমের পাশে থাকার কারণে তার অধিকার প্রতিষ্টিত হয়েছে।
আগামীকাল মঙ্গলবার ১৪ নভেম্বর ক্লাস করতে স্কুলে যাবে নাঈম।