মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অদ্য সন্ধা ৭টায় তফসিল ঘোষনা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
তফসিল ঘোষনার পরপরই আমতলী উপজেলা আওয়ামিলীগ পৃথক পৃথক আনন্দ মিছিল করেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁধঘাট চৌরাস্তায় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক ৯নং ওয়ার্ড কাউন্সিলর জিএম মুসা, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন,আওয়ামীলীগ নেতা বশির তাং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু মৃধা, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক দেওয়ান জাহিদ,যুবলীগের সাবেক সহ-সম্পাদক আল ফাহাদ, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, উপজেলা ছাএলীগের সভাপতি মতিন খানসহ নেতাকর্মীরা।
অপরদিকে পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মজিবর রহমানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে সাকিব প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল তাং সহ নেতাকর্মীরা।