আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ও সাগরকন্যা কুয়াকাটায় আগামী রবিবার শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলার আনুষ্ঠানিকতা। ৫ দিনব্যাপী এ উৎসবে আগমন ঘটবে লাখ লাখ পূন্যার্থীর। তাই কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম সাজনো হচ্ছে নতুন সাজে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। কারিগরদের রং তুলির নিপুন ছোয়ায় সাজিয়ে তোলা হচ্ছে ১৮ জোড়া যুগল প্রতিমা। ২৭ নভেম্বর ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পূন্যস্নান। এ অনুষ্ঠন ঘিরে সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ জানান, এ বছর বিগত দিনের চেয়েও রাস পূর্নিমায় আগত পর্যটক ও পন্যার্থিদের জন্য নিরাপত্তা জোরদার করেছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।