কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘনকুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। মৃদু হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর, গ্রামসহ চরাঞ্চলের জনজীবনে। আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১৫.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
তীব্র শীতে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেই গ্রামগঞ্জের বাজারগুলোতে কমে যাচ্ছে মানুষের আনাগোনা। শীতের দাপটে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে বঙ্গোপসাগরে মাছ শিকারে থাকা জেলেরা।
উপজেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, টাইফয়েডসহ ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।