এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালী-২ আসন বাউফলে এখনো তুমুল জনপ্রিয়তার শীর্ষে বাউফল উপজেলার প্রানপুরুষ ও জননন্দিত জননেতা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। তিনি সেই ১৯৭৯ সাল থেকে একনাগাড়ে সাত সাতবার জাতীয় সংসদ সদস্য হিসেবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের খেদমত সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রেখে চলছেন একেরপর এক। তিনি জাতীয় সংসদের হুইপ থেকে চীফহুইপ আবার স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে নিজেকে আবারও জানান দিতে এগিয়ে চলছেন। হতে যাচ্ছেন অষ্টম বারের মতো সংসদ সদস্য। বাউফল পৌর শহর ও ১৫টি ইউনিয়নে চলছে নৌকার জয়জয়কার ধ্বনি। যেন জনগণের মধ্যে ঈদের আমেজ বইছে। তারা তাদের পছন্দের আ.স.ম ফিরোজ কে নতুন করে এমপি হিসেবে পেতে অধিরআগ্রহে দিনরাত যাপন করে চলছেন আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত। ওইদিনই বিপুল ভোটের মাধ্যমে নতুন এমপি হিসেবে আ.স.ম ফিরোজ কে বরণ করে নিবেন বাউফলের জনগণ।
বাউফল ইউনিয়নের শেখ মোঃ খোর্শেদ আলম জানান, এই বয়সে অনেক নেতা দেখেছি কিন্তু আ.স.ম ফিরোজ এমপির মতো এখনো কোনও নেতা বাউফলে হয়নি ভবিষ্যতেও হবে না। তার কাছে সবাই আপন জনের মতো করে থাকে। কে কোন দলের সেটা তিনি কখনোই সেই চোখে কাউকে দেখেননি। তিনি সবার অভিভাবক হয়ে আশ্রয় দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি দেখেছি অন্য অন্য নেতাদের আমলে বিরোধীরা ভালো থাকতে পারেননি। কিন্তু তার শাসনামলে সবাই গায়ে গা মিলিয়ে চলছে, এ যেন তার এক দৃষ্টান্ত। আ.স.ম ফিরোজ একজনি হয়, হয়েছে। বারবার নয়। তাই আমরা আ.স.ম ফিরোজ কে হারাতে নয়, তাকে আমরা অষ্টম বারের মতো সংসদ সদস্য হিসেবে এবং একজন মন্ত্রী হিসেবে আমি ও বাউফলবাসী অধিরআগ্রহে অপেক্ষা করছি ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনার কাছে এটা দাবি রইল।
এদিকে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পেশার বিভিন্ন সাধারণ জনগণ বলেন, আসলেই আ.স.ম ফিরোজ এমপি একজন ভালো মানুষ। তাকেই আমরা বারবার এই জনপদের জন্য অভিভাবক হিসেবে চাই। তবে তিনি যেন কোনও সময় কোনও দিন কোনও মানুষের কান কথায় কান না দিয়ে বাউফলের জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে এগিয়ে চলেন। বাউফলে যতো উন্নয়ন মূলক কাজ বিশেষ করে গ্রামগঞ্জের সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট পাকা করণ সহ সকল পর্যায়ের মাদক মুক্ত বাউফল তার কাছে দাবি করছি। আ.স.ম ফিরোজ মানেই বাউফল, আর বাউফল মানেই আ.স.ম ফিরোজ। আবারও নতুন রুপে নতুন করে এমপি হিসেবে আ.স.ম ফিরোজ কে দেখতে চাই এবং আমরা একজন মন্ত্রীত্ব দাবি করছি জননেত্রী শেখ হাসিনার কাছে।