1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
Title :
বাউফলে হোগলা খাল থেকে সিরাজগঞ্জের ইটালী বাসিন্দার মরদেহ উদ্ধার প্রথম শ্রেনীর পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। বর্জ্য ফেলা হচ্ছে নদীতে মিরপুর ১ নাম্বারে অস্ত্রের মুখে জিসান মানি চেঞ্জার কোম্পানির ১ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, ছিনতাইকারীদের সনাক্ত করতে চলছে চুল ছেঁড়া বিশ্লেষন ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু বাউফলে ছাত্রদলের আহ্বায়কের বিচার সহ বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাউফলে মসজিদের জমি আত্মসাৎ করে হয়রানির অভিযোগ, কমিটির বিচার দাবি নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত

জনপ্রিয়তার শীর্ষে বাউফলের আ.স.ম ফিরোজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালী-২ আসন বাউফলে এখনো তুমুল জনপ্রিয়তার শীর্ষে বাউফল উপজেলার প্রানপুরুষ ও জননন্দিত জননেতা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি। তিনি সেই ১৯৭৯ সাল থেকে একনাগাড়ে সাত সাতবার জাতীয় সংসদ সদস্য হিসেবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের খেদমত সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অবদান রেখে চলছেন একেরপর এক। তিনি জাতীয় সংসদের হুইপ থেকে চীফহুইপ আবার স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে নিজেকে আবারও জানান দিতে এগিয়ে চলছেন। হতে যাচ্ছেন অষ্টম বারের মতো সংসদ সদস্য। বাউফল পৌর শহর ও ১৫টি ইউনিয়নে চলছে নৌকার জয়জয়কার ধ্বনি। যেন জনগণের মধ্যে ঈদের আমেজ বইছে। তারা তাদের পছন্দের আ.স.ম ফিরোজ কে নতুন করে এমপি হিসেবে পেতে অধিরআগ্রহে দিনরাত যাপন করে চলছেন আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত। ওইদিনই বিপুল ভোটের মাধ্যমে নতুন এমপি হিসেবে আ.স.ম ফিরোজ কে বরণ করে নিবেন বাউফলের জনগণ।

বাউফল ইউনিয়নের শেখ মোঃ খোর্শেদ আলম জানান, এই বয়সে অনেক নেতা দেখেছি কিন্তু আ.স.ম ফিরোজ এমপির মতো এখনো কোনও নেতা বাউফলে হয়নি ভবিষ্যতেও হবে না। তার কাছে সবাই আপন জনের মতো করে থাকে। কে কোন দলের সেটা তিনি কখনোই সেই চোখে কাউকে দেখেননি। তিনি সবার অভিভাবক হয়ে আশ্রয় দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আমি দেখেছি অন্য অন্য নেতাদের আমলে বিরোধীরা ভালো থাকতে পারেননি। কিন্তু তার শাসনামলে সবাই গায়ে গা মিলিয়ে চলছে, এ যেন তার এক দৃষ্টান্ত। আ.স.ম ফিরোজ একজনি হয়, হয়েছে। বারবার নয়। তাই আমরা আ.স.ম ফিরোজ কে হারাতে নয়, তাকে আমরা অষ্টম বারের মতো সংসদ সদস্য হিসেবে এবং একজন মন্ত্রী হিসেবে আমি ও বাউফলবাসী অধিরআগ্রহে অপেক্ষা করছি ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু কন্যা ও দেশনেত্রী শেখ হাসিনার কাছে এটা দাবি রইল।

এদিকে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পেশার বিভিন্ন সাধারণ জনগণ বলেন, আসলেই আ.স.ম ফিরোজ এমপি একজন ভালো মানুষ। তাকেই আমরা বারবার এই জনপদের জন্য অভিভাবক হিসেবে চাই। তবে তিনি যেন কোনও সময় কোনও দিন কোনও মানুষের কান কথায় কান না দিয়ে বাউফলের জনগণের স্বার্থে উন্নয়নের স্বার্থে এগিয়ে চলেন। বাউফলে যতো উন্নয়ন মূলক কাজ বিশেষ করে গ্রামগঞ্জের সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট পাকা করণ সহ সকল পর্যায়ের মাদক মুক্ত বাউফল তার কাছে দাবি করছি। আ.স.ম ফিরোজ মানেই বাউফল, আর বাউফল মানেই আ.স.ম ফিরোজ। আবারও নতুন রুপে নতুন করে এমপি হিসেবে আ.স.ম ফিরোজ কে দেখতে চাই এবং আমরা একজন মন্ত্রীত্ব দাবি করছি জননেত্রী শেখ হাসিনার কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং