মোঃ আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট পেলেন সাবেক মেয়র ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। (জাতীয় রাজস্ব বোর্ডের টি আই এন ১৩১৯৪২৮৬৫৯৬২) সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারীদের এ পুরস্কার দেওয়া হয়। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হোটেল গ্রান্ড পার্ক সাউথ গেইট ব্যাংকুয়েট হলে এ অনুষ্ঠান হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে কর বর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদেও সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি সাইদুর রহমান। সভাপতিত্ব করেন, সরোয়ার হোসেন চৌধুরী, কর কমিশনার, কর অঞ্চল বরিশাল।
হাজী হুমায়ুন শিকদার বলেন, জাতির উন্নয়নে অবদানে আমি পুরোপরি প্রতিশ্রুতিবন্ধ। সর্ব্বোচ্চ করদাতা স্বীকৃতি পেয়ে আমি গর্বিত।