নিজস্ব প্রতিবেদক:
নাম নুসরাত জাহান। ৯/১১ ব্যাচের এক মেধাবী নক্ষত্র। দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত। তার দুটো কিডনী ই ৯৫% ড্যামেজ। এমতাবস্থায় ডায়ালাইসিস ই তার একমাত্র চিকিৎসা।প্রতি সপ্তাহে ডায়লাইসিস ও মেডিসিন বাবত অনেক টাকার প্রয়োজন । দীর্ঘদীন যাবৎ চিকিৎসা করায় বর্তমানে চিকিৎসার খরচ বহনে তার পরিবার হিমশিম খাচ্ছে। তাই এই বিপদের সময় মানবিক সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে তার পরিবার। আমাদের সম্মিলিত অল্প কিছু সহোযোগিতায় হয়তো তার চিকিৎসা টা আরো ও সহজ হয়ে যাবে। তাই সকলের নিকট বিনীত অনুরোধ সবাই সবার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিন। একই সাথে সরকারের কাছে সহায়তা পাওয়ার জন্য পরিবারটি আবেদন জানিয়েছেন।বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ রইলো।
সহযোগিতা পাঠানোর মাধ্যম :
০১৯০৮১৬৫০৮৩- নগদ
০১৯৬২৩০৭৫১৫- বিকাশ
একাউন্ট নাম্বার:-
সোনালী ব্যাংক লি: ০৩০৪৬০১০২০৮৬৯
ইসরাত জাহান ইমু (ছোট বোন)