এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ব্যবস্থা করা হবে। র্যাব আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানবিক কাজও করে থাকেন।
সোমবার (২৫শে ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে র্যাব-৮ এর আয়োজনে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এসময় র্যাব মহাপরিচালক আরও বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। নির্বাচনে আমাদের দায়িত্ব হবে দেশের সার্বিক পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।