মোঃলিংকন মিয়া
গাইবান্ধা প্রতিনিধিঃ
আজ ৭ জানুয়ারি ২০২৪-রোববার সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা-২ সদর আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহিত হয়েছে।
এবার গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৫ প্রার্থী।
প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির লাঙ্গল মার্কা মনোনিত জনাব আব্দুর রশিদ সরকার, জাসদ মশাল মার্কা মনোনীত ছিলেন জনাব গোলাম মারুফ মনা, সতন্ত্র প্রার্থী ট্রাক মার্কায় ছিলেন সাবেক উপজেলা চেয়্যারম্যান জনাব শাহ সারওয়ার কবির, আরও ছিলেন আম মার্কা নিয়ে জিয়া আলম খান ও ঈগল মার্কা নিয়ে ছিলেন মোছাঃমাছুমা আক্তার।
সতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে জনাব শাহ সারওয়ার কবির ৩১৫৩ ভোট বেশি পেয়ে এম পি হিসাবে জয় লাভ করেছেন।