নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী লোহাজুরি ইউনিয়নধীন পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ঘিরে দুই পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়।এতে আহত হয় পাঁচজন এবং প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর।
জানা যায়,মঙ্গলবার মনোনয়ন কেনার শেষ দিন ছিলো। বিদ্যালয়ে মনোনয়ন ফরম কিনতে গিয়ে দুই জনের মধ্যে (আবদুল্লাহ ও শহিদুল্লাহ) বাকবিতন্ডতা হলে উত্তেজিত হয়ে আবদুল্লাহ দৌড়ে বাড়িতে গিয়ে,সাথে তার বাড়ির অন্য লোকজনকে নিয়ে রামদা, চাপাতি সহ মাঠে প্রবেশ করে। এমন অবস্থায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম খবর পেয়ে মাঠে খোজ নিতে গেলে হঠাৎ তার উপর আক্রম চালায় ও এলোপাতাড়ি মাথায় আঘাত করতে থাকে এবং পাশাপাশি থাকা শহিদুল্লাহ, অপু তাদেরকেও মারে।
উক্ত ঘটনায় সাইফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য শহিদুল্লাহ গুরুতর আহত হলে কটিয়াদী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে প্রেরন করা হয়।
পরে সাইফুল ইসলামের সমর্থকগণ কাওকে না পেয়ে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর করে। এতে দুই পক্ষ মিলিয়ে মামলা হয় তিনটি।
এএসপি সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, তিনটি মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের করা মামলার আসামি যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল্লাহ পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। আহত শহিদুল্লাহ মৃধা করা মামলায় পুলিশ আশরাফুল, রিমন মিয়া ও শাকিল মিয়াকে গ্রেপ্তার করেছে। আবার প্রতিপক্ষ সাইফুল ইসলামের করা মামলায় শহিদুল্লাহ্ মৃধা ও রবি মিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।