মো: সৈকত জামান(প্রিন্স),গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর (এমপি) মহোদয় মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী-কে সুন্দরগঞ্জ আসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
(২৪ জানুয়ারি) বুধবার সকালে মাননীয় সংসদ সদস্য স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী (এমপি) মহোদয়ের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।
এরপর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল (এমপি) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মাননীয় স্পিকার ও মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অবহেলিত আসন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জের রাস্তা ঘাট কালভার্ট ব্রিজ-সহ বিভিন্ন ধরনের উন্নয়ন নিয়ে কথা বলেন, সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।