রুবেল হোসেন, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আটরশি মহা পবিএ উরস শরীফ উপলক্ষে দাওয়াতী মিশন শুরু হয়েছে নগর কান্দায়
সভাপতিত্ব করেন ডা:ফজলুর হক
বিশেষ অতিথি : হিসাবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফন্টের
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, তিনি বলেন জাকের পার্টির নেতাকর্মীরা ২০২৪ সালের পবিত্র ওরশ শরীফ যথাযথ মর্যাদায় পালন হবে জাকের পার্টি নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুম।
এ সময় উপস্থিত মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি, এ্যাড মিঠু,ফরিদপুর জেলা ছাত্র ফন্টের সভাপতি শিশির , ডাংগী ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদক কবির হোসেন,
আমিন, রুবেল শেখ,শেখ আবজাল, ছাত্র ফ্রন্ট নেতা মিজানুর রহমান খান,সহ সালথা নগরকান্দার বিভিন্ন এলাকার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন এ সময়