এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
আবারও পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ২ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি আটক হয়েছে।
ডিবি পুলিশ জানান, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম দিকনির্দেশনায় ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদার নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০শে জানুয়ারি) পটুয়াখালী সদর এলাকায় এসআই (নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালী সার্কিট হাউজ হইতে চৌরাস্তা গামী পাকা রাস্তার ৮নং ওয়ার্ডস্থ টাউন কালিকাপুরের কলাতলা রাস্তার মাথা থেকে ১। মোঃ জালাল তালুকদার (৫৫), পিতা-মৃত আজিজ তালুকদার, মাতা-মৃত আয়শা বেগম, সাং-বল্লভপুর, ২নং ওয়ার্ড, কালিকাপুর ইউপি, ২। শ্রী দ্রæব পাল (৫৬), পিতা-মৃত হরে কৃষ্ণ পাল, মাতা-মৃত সন্ধ্যা রানী পাল, সাং-কাঞ্চনা, পোঃ জট পুকুরিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আলম ফরাজী (৫২), পিতা-মৃত আসমত আলী ফরাজী, মাতা-মৃত মরিয়ম বিবি, সাং-শ্রীরামপুর, এ/পি সাং-খলিশাখালী, ৫নং ওয়ার্ড, বদরপুর ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীদের আটক পূর্বক তাদের নিকট থেকে একটি সাদা প্লাষ্টিকের বস্তা দ্বারা মোড়ানো খাকি কাগজের কার্টুনের মধ্যে রক্ষিত বিভিন্ন প্রকারের বইয়ের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত খাকি রংয়ের কসটেপ দ্বারা পেচানো নীল রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানা গেছে।