মোঃ শফিয়ার রহমান বিশেষ প্রতিনিধি:
যশোর ঝিকরগাছা থানা পুলিশের চৌকশ টিম গতকাল ৫/২/২০২৪ তারিখ সন্ধা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউরিয়া গ্রামের সাংবাদিক সৈয়দ ইমরানুল ইমরান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর গাজা ক্রয় বিক্রয় কালে অভিযান চালিয়ে একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ রমজান আলী(২৬) এর নিকট থেকে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন।
অভিযানে ছিলেন উপ পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোশারফ হোসেন সহঃ উপ পুলিশ পরিদর্শক মোঃ গোলাম রসুল সঙ্গীয় কনষ্টেবল মোঃ কবির হোসেন ।পুলিশ জানায় রমজান দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। উপ পুলিশ পরিদর্শক জনাব মোশারফ হোসেন উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত আলামত জব্দ করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করেন। আজ ৬/২/২৪ তারিখ মঙ্গলবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।