নাঈম ইসলাম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলাধীন লোহাজুরি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীতা জানান দিয়ে মত বিনিময় সভা করেন বর্তমান কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের অত্যন্ত বিশ্বস্ত ও কটিয়াদী উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।
জানা যায়, লোহাজুরি ইউনিয়ন পরিষদের ৬ষ্ঠ বার নির্বাচিত চেয়ারম্যান এম এ রাজ্জাক মারোয়া স্ট্রোক জনিত কারনে মৃত্যু হওয়ায় ৯ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন ।
সেই ধারাবাহিকতায়, সোমবার রাত ৮ টায় লোহাজুরি পূর্বচর পাড়াতলা মুন্সী আব্দুল হেকিম কারিগরি মহাবিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা
জয়নাল আবেদীন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে সাইফুল ইসলাম বলেন লোহাজুরিতে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে উপ-নির্বাচনে নির্বাচিত হলে আড়াই বছরে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তার চেয়ে দিগুন উন্নয়ন করবো ইনশাআল্লাহ।
সাইফুল ইসলাম-কে সমর্থন জানিয়ে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক বিআরডিবির চেয়ারম্যান সিরাজ উদ্দিন বকুল, ১নং ওয়ার্ড ইউপি সদস্য বাতেন মোড়ল,লোহাজুরি ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মিয়াদ হাসান, লোহাজুরি ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক খুর্শিদ উদ্দিন,৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপন, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেন কবির সহ আরও অনেকে।