মোঃ আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম কলাপাড়া উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া প্রেসক়াব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, মহিপুর থানা প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২০.০৩.২০২৪ খ্রি. তারিখ উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া হিসেবে যোগদান করেন।