এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফল উপজেলায় ১কেজি গাঁজাসহ রমিজ আকন (৪৯) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয় জনসাধারণ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদক কারবারি রমিজ আকন ছদ্মবেশে ইজিবাইক চালাতো। কিন্তু সে পেশায় একজন চিহ্নিত মাদক কারবারি। এদিকে শুক্রবার (৫ই এপ্রিল) বেলা ২টার দিকে ওই চিহ্নিত মাদক কারবারি রমিজ আকন গাজাঁগুলো একটি সবুজ পলিথিনে ভরে অভিনব কায়দায় গায়ের জামার নিচে কোমরের ওপর বাধ দিয়ে উপজেলার কালাইয়া ইউনিয়নের আলী আকবর স্কুল সংলগ্ন পশ্চিম পাশে হার্ডওয়ারের সামনে মেইন রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় স্থানীয় জনসাধারণ ও স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির মোল্লা তাকে আটক করেন। পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই মাদক কারবারি রমিজ আকন কে গ্রেফতার পূর্বক তার কোমরে বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রমিজ আকন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোসলেম আকনের ছেলে। সে দীর্ঘদিন যাবত মাদকের কারবারি করে আসছে বলে জানা গেছে।
এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আটককৃত ওই মাদক কারবারি রমিজ আকনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।