কাতার প্রতিনিধি:
৭ এপ্রিল ২০২৪ ইং,
পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভি কাতার এর ব্যবস্থাপনায় রোজার ফিরতা ও জাকাতের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা ও ছোট ছোট মাসলার প্রশ্নের উওর দেন প্রধান আলোচক হাফেজ মাওলানা ইউসুফ নূর,ইমাম,খতিব ওয়ায়েজ, আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি আরও বলেন-
ফিতরা বা ফেতরা(فطرة) আরবী শব্দ, যা ইসলামে যাকাতুল ফিতর (ফিতরের যাকাত) বা সাদাকাতুল ফিতর (ফিতরের সদকা) নামে পরিচিত। যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে।
এ বছর বাংলাদেশে “ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম” ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামি শরিয়াহমতে, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়।এছাড়াও বহু আলেমগন বক্তব্য রাখেন।
সভাপতি ছিলেন – এ.কে.এম আমিনুল হক,
এনটিভি কাতার প্রতিনিধি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: নজরুল ইসলাম – কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত। তিনি এনটিভির এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিবৃন্দ – কাতার প্রবাসী বিশিষ্ট আলেমগণ,ব্যবসায়ীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
এছাড়াও বহু বাংলাদেশি ধর্ম প্রাণ মুসলিম জন গণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন- আল নূর কালচারাল সেন্টার, দোহা- কাতার।
সর্বশেষে মোনাজাতে হাফেজ আবদুল্লাহ এনটিভি ও ফিলিস্থিন সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া প্রাথনা করেন।
অনুষ্ঠান টি কাতার এর রাজধানী দোহা- জিদিদ ” স্টার অব ঢাকা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।