1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

খুলনা বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৫২ Time View

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা
বিশেষ প্রতিনিধি:

খুলনা বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট ২০২৪/২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির গঠন করা হয়েছে। ৪ মে শনিবার সন্ধ্যায় খুলনার একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন, ঈদ পূর্ণমিলন ও খুলনা বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরাম এর মহাসচিব মো: রেজাউল ইসলাম রাজুর সভাপতিত্বে,এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকতায় স্বর্ণপদক প্রাপ্ত দৈনিক খুলনার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক,কবি ও সাহিত্যক সংগঠনের উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য শাহবাজ জামানকে সভাপতি, নজরুল ইসলাম নবীকে সাধারণ সম্পাদক এবং মামুন রেজা হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন কার্যকরী সভাপতি কাজী মিজানুর রহমান,(দৈনিক মাতৃজগত) সিনিয়র সহ-সভাপতি শেখ রাজু আহমেদ,(দৈনিক চৌকস),সহ-সভাপতি আফজাল আহমেদ,(দৈনিক ভোরের চেতনা), মো: ইয়াকুব আলী রাজা,(খুলনার খবর),মুক্তি মাহমুদ,(আমার একুশ),এস এম ওয়াহিদ মুরাদ,(মাতৃভূমির খবর),শেখ শাহিন (আমার সংবাদ), যুগ্ম সাধারন সম্পাদক কাজী হাসনাত হোসেন কমিট (খুলনার কাগজ),সহ সম্পাদক এস এম মমিনুর রহমান (দৈনিক নওয়াপাড়া),শামিমা আক্তার মুন্নী (দৈনিক নাগরিক বার্তা), সহ-সম্পাদক মো: শরীফুল ইসলাম (খুলনার খবর),সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান টুকু (দৈনিক কালান্তর),দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম (দৈনিক জবাবদিহি), উপ-দফতর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাতুল (খুলনার খবর),অর্থ সম্পাদক মোসা: ডলি (খুলনার কাগজ),প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লা (ফুলতলা প্রতিদিন), উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিয়ার রহমান (দৈনিক মাতৃজগত),আইন বিষয়ক সম্পাদক মো: নাইম হাসান (দৈনিক দিগন্তর),উপ-আইন বিষয়ক সম্পাদক ইরানি পারভীন (চ্যানেল ফোর),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তানিজ হাওলাদার (খুলনার কাগজ), ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিব ইসলাম (চ্যানেল সবুজ বাংলা),সমাজ কল্যান সম্পাদক এস এম মোশায়েক কবির (বিজনেস বাংলাদেশ),ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শিপন খলিফা (বাংলাদেশ সমাচার),শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: রাসেল মিনা (দৈনিক দিগন্তর),আইটি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন (দিনের আলো),ধর্ম বিষয়ক সম্পাদক মো: আতিয়ার হোসেন (দৈনিক স্বাধীন বাংলা),মহিলা সম্পাদিকা সোনিয়া তালুকদার (দৈনিক মাতৃভূমির খবর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন যারা,মো: মামুন হাসান (বাংলার দূত),সরদার বাদশা (ডেল্টা টাইমস), এ কে তরিকুল ইসলাম (আশ্রয় প্রতিদিন),কাজী আতিকুর রহমান (খুলনাঞ্চল),কামরুল ইসলাম (খুলনার কাগজ) মোঃ রাসেল জোমাদ্দার (খুলনার খবর), মো: শামিম হাসান (দৈনিক দিগন্তর)এফ, এম, আজাদ(খুলনার খবর),মতিউর রহমান রাজু (ফাস্ট নিউজ),মোঃ শহিদুল ইসলাম (খুলনার খবর),প্রিয়া জামান,(খুলনার কন্ঠ),ইব্রাহীম হোসেন মনির,আবু বক্কর,মো: নাসির হোসেন
নিয়াজ বিশ্বাস নাসিম,মো: আরিফ,মোঃ মনির খান।এ সময় স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং