মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি।
চিংড়ীর সাথে কাঁকড়া চাষে উৎসাহিত করতে চাষীদের খুলনার পাইকগাছায় একদিনের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছো। পাইকগাছা মৎস্য গবেষণা লোনা পানি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেয়া হয়। বেসরকারী সংস্থা আশা কতৃক আয়োজিত এ প্রশিক্ষণে মঙ্গলবার সকাল১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩০ জন চিংড়ী-কাঁকড়া চাষী অংশ নেয়। মৎস্য গবেষণা ও লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ লতিফুল ইসলাম কাঁকড়ার চাষপদ্ধতি,মোটাতাজা করণ, অর্থনৈতিক গুরুত্ব, সম্ভাবনা ও প্রচলিত চাষ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষক ছিলেন আশার কেন্দ্রীয় এ্যাসিসট্যান্ডডিরেক্টর ফিসারিজ সবুজ কুমার চৌধুরী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম মোস্তফা, ৬. মোঃ আবু নাছের, সংস্থার রিজিওনাল ম্যানেজার বিএম রেজোয়ান আলী ও সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর হোসেন ।