মোস্তাক আহমেদ বাপ্পি :
ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলা পরিষদের র্নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫জুন) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩২ টি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ছিল ৪,১১,৫৪১ জন। এর মধ্যে শাহাদাৎ হোসেন শোভন আনারস প্রতীকে ৯২ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৪১৪ ভোট।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৪ হাজার ১৩৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ।
ব্রাহ্মণবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার উপজেলা পরিষদের সভা কক্ষে রাত ৮টা ২০ মিনিট ফলাফল ঘোষণা করে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভন কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।