নিজস্ব প্রতিবেদক:
গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ প্রাণের বিদ্যাপীঠের সবার মধ্য মনি ১৯৬৩ ব্যাচের প্রাক্তন ছাত্র ও সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইউসুফ আলী মল্লিকের নিবন্ধনের মধ্য দিয়ে শুভ সূচনা হলো ৭৫ বছরের পূর্বমিলনীর গুরুত্বপূর্ণ ধাপ।
১৬ জুন ২০২৪ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সকল ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রোগ্রামের দিকনির্দেশনা প্রদান করেন সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাজমুল ফারুক স্যার। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মতবাদ প্রকাশ করেন। প্রোগ্রামের সময়সূচী ও অনুষ্ঠানসূচি নিয়ে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব সাদেক আহমেদ সৈকত। এ সময় বক্তারা বলেন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে অনুষ্ঠানকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। উল্লেখ্য যে নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪। যার মিলন মেলা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর ২০২৪।