এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে চুরি হওয়া স্বর্নলংকার ও নগদ টাকা সহ কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
বাউফল থানা পুলিশ জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,র দিকনির্দেশনায় বাউফল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২০ জুন) বাউফল থানার মামলা নং- ২৭, তাং- ২০/০৬/২০২৪ ইং, ধারাঃ- ৪৫৭/৩৮০ পেনাল কোড ঘটনার সহিত জড়িত আসামি ১। মোঃ শাকিল আকন (২৫), পিতা- আঃ মান্নান আকন, সাং- নাজিরপুর ০৪ নং ওয়ার্ড, নাজিরপুর ইউপি ও ২। মোঃ তৌফিকুর রহমান রাসেল ( ২৫), পিতা- মোঃ তোফাজ্জেল হোসেন, সাং- বাউফল পৌরসভা ০৪ নং ওয়ার্ড, এ/পি সাং- বাউফল পৌরসভা ০৮ নং ওয়ার্ড মহিলা কলেজ রোড, উভয় থানা- বাউফলকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট হতে চুরি হওয়া ০১ জোড়া স্বর্ণের কানের দুল, ০১টি স্বর্ণের আংটি, ০১টি স্বর্ণের নাকফুল, ০২জোড়া রুপার নুপুর, ০১টি রুপার ছোট আংটি, ০১টি রুপার চেইন, ০১ জোড়া রুপার নুপুর, চাদঁতারা লকেট সহ ১টি রুপার চেইন সহ নগদ ৫৮,৮০০ টাকা উদ্ধার হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন স্বত্যতার বিবরণ জানিয়ে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজকেই বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।