নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জলঢাকা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্য অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে জলঢাকা থানার চৌকস টিম এসআই সিদ্দিকের তত্ত্বাবধানে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে বলাগ্রাম মন্তেরডাঙ্গা বুড়া বুড়ির বাজার নামক স্থান থেকে পাথর বোঝাই ট্রাক থেকে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন জলঢাকা থানা পুলিশ।
জলঢাকা থানা (ওসি) নজরুল ইসলাম মজুমদার যখন থেকেই
জলঢাকা থানায় যোগদান করেছেন তখন থেকেই শুরু হয়েছে মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান। এবং তিনি
নিজস্ব অর্থায়নে করে যাচ্ছেন থানাভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ। মাদকের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের তারেই পদক্ষেপে আবারো চমক দেখালেন জলঢাকা থানা পুলিশ।
টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক যা রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো -ট ১১-০০৭৪ আটক করেন। আটক কালে দুইজন ট্র্যাক হইতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে অফিসার ও ফোর্সের সহযোগিতায় ০১। চালক মোঃ সোহেল রানা ও মিঠু (২৭), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ মেরিনা বেগম, ২। মোঃ হুমায়ন কবির জসিম (২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা মোছাঃ জোসনা বেগম, উভয় সাং- বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে), খানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটদের আটক করেন জলঢাকা থানা পুলিশ।
তল্লাশিকালে তাহাদের দেখানো মতে পাথর বোঝাই ট্রাকের বডির সামন হইতে অনুমান ০২ (দুই) হাত দূরে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকানো অবস্থায় ০২ (দুই) টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগে, যাহা ব্যাগ দুইটির মুখে চেইন দ্বারা আটকানো, ব্যাগ দুইটি প্রিন্টের কালো, খয়েরী ও হালকা গোলাপী রংয়ের। উক্ত ব্যাগ ০২ টির ভিতরে রাখা (১৭২+১৭৩) ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন জলঢাকা থানা পুলিশ।
মাদক সংক্রান্তে জলঢাকা থানার মামলা নং-০১, তারিখ-০১ জুলাই ২০২৪ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৩(গ)/১৪(গ)/৪১ রুজু করা হয়েছে। মাদক জুয়ার বিরুদ্ধে অভিযান চলমান অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার জলঢাকা নীলফামার।