1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
আপনি কেমন প্রশাসনিক কর্মকর্তা? মানুষ বিপদে পড়লেও দরজা খুলেন না- ইউএনও’র উদ্দেশ্যে এমপি নির্ধারিত সময়ের মধ্যে পানি পেয়ে খুশি তিস্তা সেচ প্রকল্পের চাষিরা পোরশা নিতপুরে কৃষক দলের সমাবেশ পীরগঞ্জে যাত্রাগানের শিল্পী ঝিনুকের খন্ডিত মাথা উদ্ধার! বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো লিজেন্ডারি ব্যাচ ৯/১১ ( আই টি এফ এল) গ্রুপের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা রেলভবনে আনসার আলী -শিরিনের প্রেম কাহিনি টাঙ্গাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ দশমিনায় অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার আরডিআরএস বাংলাদেশ, গাইবান্ধা শাখার আয়োজনে জেলা প্রশাসক কতৃক প্রসূতি মায়েদের চেক বিতরন দেশের রেমিট্যান্স যোদ্ধা বনাম সরকারের দরকার উদার মানবিকতা। আমার দাবি সাত দফা

বরগুনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৫৫ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিত, মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর সভা বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা পরিষদের নেতৃবৃন্দ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বরগুনা সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত, মাদক মুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, উপজেলার প্রতিটি ওয়ার্ডে সভার মাধ্যমে চাহিদা নিরূপণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মাধ্যমে যেকোনো কার্যক্রম বাস্তবায়ন করলে সে উপজেলা বঙ্গবন্ধু সোনার বাংলায় পরিণত হবে। তিনি পরিকল্পনাবিহীন কোন কর্মকান্ড বাস্তব আর না করার জন্য নর্মনির্বাচিত উপজেলা পরিষদকে আহ্বান জানান।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিত, মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গুদিঘাটা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোঃ ইয়াকুব আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ আব্দুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বরগুনা পল্লী বিদ্যুতের ডিজিএম শেখ মোঃ আরব আলী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ ও
বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক লোকজন।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপার সাথে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিত, মতবিনিময় ও দায়িত্ব হস্তান্তর সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ আব্দুর রশিদ মিয়া, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন মোল্লা, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কেওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান নসা, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস আলো আকন, ফুলঝুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম কবির, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা ও এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল হোসেন নাসির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং