ষ্টাফ রিপোটার
মোঃ মাসুদ খান তিনি প্রায় ত্রিশ বছর ধরে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় স্থায়ী ভাবে বসবাস করে আসছেন।
এককথায় তিনি একজন রাজনীতিবিদ, সমাজ সেবক এবং একজন সফল ব্যবসায়ী। তিনি ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগ কমিটির একজন সক্রিয় সদস্য। এছাড়া ঢাকা মহানগরের সাবেক ৪৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
এছাড়া ঢাকা মহানগর উত্তর আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন। তারপর আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন। ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচনে নৌকা মার্কার পক্ষে ঢাকা ১৩ আসনে আদাবর এলাকায় একটি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করেন ( নিবরাস মাদ্রাসা) পুরুষ ভোটার কেন্দ্র (এক )
মোঃ মাসুদ খান কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানাধীন জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শামছুল হক । মোঃ মাসুদ খান তারা চার ভাই দুই বোন। ভাইদের মধ্যে মাসুদ খান তৃতীয়।
মোঃ মাসুদ খান ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে। তখনও ভোটের মাধ্যমে তার ভালো জনপ্রিয়তা লক্ষ্য করা যায়।
মোঃ মাসুদ খান একজন মানবিক নেতা । তিনি প্রতিদিন সমাজের বিভিন্ন নেতাকর্মী ও জনসাধারণের সাথে খোলামেলা চলাফেরা করেন। জনসাধারণের সুখে দুখে পাশে থাকেন। তিনি প্রায়সময় বিভিন্ন সহযোগিতা করে থাকেন।
যেমন কন্যাদায় গ্রস্থ দরিদ্র পিতার পাশে থেকে অসহায় পরিবারের কন্যাকে বিয়ের কাজে সহযোগিতা করন।
বৃদ্ধ বা বৃদ্ধা বয়সের বিভিন্ন খেটে খাওয়া গরিব অসহায় মানুষদের অসুখ – বিসুখে আর্থিক অনুদানসহ পাড়া মহল্লায় এবং আশপাশ এলাকায় সামাজিক বিশৃঙ্খলা ঘরোয়া ঝগড়াঝাটির ন্যায় পরায়ন বিচার সালিস করে তিনি সমাজে প্রশংসনীয়।
এছাড়া ঈদে পরবে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রকার দান অনুদান প্রদান করা। গত মহামারী করোনার সময় শত শত অসহায় ও ক্ষুধার্ত পরিবার পরিজনকে সাধ্যমত অনুদান প্রদানসহ নানামুখী সমাজ সেবা কাজে নিজেকে সবসময় জড়িয়ে রেখেছেন। বেশকিছু কর্মজীবী মানুষের কর্মের ব্যবস্থা করে দিয়েছেন।
আগামীতে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবেন মর্মে জন মুখে শোনা যায়।
মোঃ মাসুদ খান নিজেও তার সাধ্য মত জনগণকে সময় দেয়া তাদের খোঁজখবর নেয়াসহ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
পরোক্ষভাবে হিসাব করলে দেখা যায়। সমাজে যে লোক গুলো সামাজিক ভাবে জনপ্রিয়তার শীর্ষে থাকেন। এই ধরনের পঞ্চমুখী প্রশংসনীয় লোক গুলোকে নিয়ে এক শ্রেণির লোকেরা সবসময় বিভিন্ন অপ প্রচার চালিয়েই থাকে। যা মোঃ মাসুদ খানের বেলায়ও তার ব্যতিক্রম নয়।
তবে কথায় আছে ‘ রাখে আল্লাহ্ মারে কে ‘ এই ধরনের মানবিক মনের লোক গুলোর জন্য আবার একশ্রেনির লোকজনেরা হাত উঠিয়ে দোয়া ও করেন। যেন উনি ভালো থাকেন। সমাজকে সুন্দর করা মানুষকে ভালবাসার যার ভিতরে চিন্তা থাকে। প্রতিদিন কাউকে না কাউকে সহযোগিতা করেন বিভিন্ন ভাবে। তার জীবন ভালোই চলে, ইহা আল্লাহ্ র পক্ষ থেকে একধরনের রহমত।