মো:লিংকন আহমেদ
গাইবান্ধা প্রতিনিধি:
দেশে বৈষম্য বিরোধী আন্দোলন ও স্বাধীনতা উৎসব উৎযাপন করতে গিয়ে দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি সহ সড়ক গুলো নোংরা আবর্জনা ইট পাটকেল ভাংগা গ্লাস সহ নানা রকম আবর্জনায় মানুষের চলাচল, গাড়ি চলাচল করতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে।এরই পরিপেক্ষিতে সারা দেশের ন্যায় গাইবান্ধা জেলার ও একি অবস্থা হয়ে পড়ার কারনে লাল সবুজ সোসাইটি নামে একটি সংগঠন এগিয়ে আসে এবং ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে।সহযোগিতা করছেন তীর পরিবেশ বান্ধব সংগঠন, বাধন রক্তদান সংগঠন এবং গ্রীন ভয়েস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।তারা গাইবান্ধার ডিসি অফিসের সামনে থেকে শুরু করে গাইবান্ধা রেলগেট পর্যন্ত রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে নিদিষ্ট স্থানে রাখে।
এসময় লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিমের সভাপতি আখতারুজ্জামান আসিফ বলেন, আমরা যেমন নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমনি আমাদের শহর টা কেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের নিজেদের দায়িত্ব।শহর টা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে জন সাধারনের চলাচলের অসুবিধা যানবাহন চলাচলের অসুবিধা সহ না ভোগান্তিতে ভুগতে হচ্ছে।তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি দেশটাকে নতুন রুপে সাজাতে।এরকম কার্যক্রম চলমান থাকবে।