এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাস ভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোসারেফ হোসেন খান বলে অভিযোগ উঠেছে। এদিকে সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদে নিজ অফিসে প্রবেশের চেষ্টা করলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানকে শারীরিকভাবে নির্যাতন করে দুর্বৃত্তরা। আরও জানা যায়, দুর্বৃত্তরা তাকে মারধর করে স্থানীয় এক সাবেক সংসদ সদস্যের বাসভবনে তুলে নিয়ে যায়।
দিনভর অবরুদ্ধ থাকা উপজেলা চেয়ারম্যান মোসারেফ হোসেন খান মুঠোফোনে বলেন, আমি নিরাপত্তা ঝুঁকিতে আছি৷ প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন সহায়তা পাচ্ছিনা।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৮আগস্ট)। এদিকে সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোর ৬ টার দিকে উপজেলা চত্তরের সরকারি বাসভবনে প্রবেশ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার দাপ্তরিক কাজে অফিস করার কথা ছিলো। এখবর ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাসভবন ঘিরে ফেলে এবং বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেয়।
এরকিছুক্ষণ পরে ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান উপজেলা চত্তরে প্রবেশ করলে তাকে ধরে মারধর করে একদল দূর্বৃত্ত এবং তাকে সাথে করে স্থানীয় সাবেক এমপির বাস ভবনে নিয়ে যায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান অবরুদ্ধোর বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, এব্যাপারে আমার কিছু করার নেই।
তবে এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছি বলে জানান।
তবে রোববার দিবাগত রাত ৮টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খান অবরুদ্ধ থেকে উদ্ধার হয়নি বলে জানা গেছে। তবে একাধিক সূত্রে জানায় যে উদ্ধারের জন্য প্রক্রিয়া চলছে।