মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় পাইকগাছা উপজেলা ৭নাং গদাইপুর ইউনিয়নে , গদাইপুর যুব কমিটি আয়োজনে ,পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গতকয়েক দিনেও বাঁধ দিয়ে রক্ষা করা যাচ্ছেনা। ২৬/৮/২৪ তারিক রোজ সোমবার বেরিবাদের কাজটি সম্পন্ন করা হয়েছে ,। পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষের মাঝে ।
গদাইপুর তরুণ যুব কমিটি পক্ষ থেকে সকলের উপস্থিতিতে, সঞ্চালনায় মোঃ আব্দুল হালিম গাজী
মিঠু সানা ,আছাদুল ইসলাম, কামাল সরদার, জাহাঙ্গীর ,সামাদ ,জাকির হোসেন ,ওলিউর , মনিরুল ,ও মিন্টু সহ আরও অনেকে।
শুকনো খাবার, খিচুড়ি পানি,স্যালাইন পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে।
এছাড়া বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন
স্থানীয় স্বাস্থ্য সেবক সেবিকারা ।