বিনোদন ডেক্স:
প্রিয় মানুষ ,
স্নিগ্ধ বেলি ফুলে জর্জরিত একটা মালায় পেচানো চিঠি তোমার নামে তোলা থাকল, লেখা থাকল তাতে কত প্রেম, অপ্রেম, ভালোবাসা, অভিমান, যুক্তি। চিঠি দিবসের শুভেচ্ছা নিও।
আনাড়ি মানুষ, আনাড়ি হাতের লেখা। তবুও ইচ্ছা করল তোমাকে লিখি। হয়তো প্রতিবারই লিখব। শূন্য খামে দু’লাইন লিখে দেবো তোমার নামে।
কেমন আছ? কেমন আছে তোমার মন? কেমন কাটে তোমার দিন, জানতে ইচ্ছে হয় ভীষণ! যদিও বা কিছুটা জানি, তবুও ইচ্ছে হয় তুমি পুরোটা জানাও।
জানো প্রিয়, রৌদ্রজ্জ্বল ঝলমলে আকাশে আজ বড্ড মেঘ, গুড়িগুড়ি বৃষ্টি, কখনো বা বিশাল তুফান। এত তুফান যেন এলোমেলো হচ্ছে জীবন, এলোমেলো হচ্ছে মন। বেঁকে যাচ্ছে ভালোবাসার বাঁধ তবুও শক্ত হাতে ধরে আছি। মনে হচ্ছে, হাতের রক্ত ভালোবাসাকে স্পর্শ করছে আর মনের রক্ত স্পর্শ করছে তোমায়। ফের বৃষ্টি এলো, ধুয়ে নিয়ে গেল সব, স্পষ্ট দেখতে পেলাম তোমাকে দেখা যাচ্ছে। ভালোবাসা দেখা যাচ্ছে। কিন্তু ছুঁতে পারলাম কই? একদল মেঘ ঢেকে দিলো তোমাকে।
আমি চিৎকার করলাম, তুমি আছ? এই তুমি আছ? ভালোবাসো? তুমি মেঘের আড়াল থেকে বললে, “আমি থেকেও যে নেই”।
তারপর….. তারপর মেঘ কাটল, আবার স্পষ্ট দেখতে পেলাম তোমায়। কখনো হাসছো, কখনো কান্নায় মেতে উঠছো। আমি এগোতে লাগলাম তোমার দিকে, বললাম, “কান্না করছো? করো! নোনা জলে ধুয়ে দাও নিজেকে। আমি আছি। তুমি নাই বা থাকলে আমি আছি। আমৃত্যু আছি।
আমি আছি, তোমার অতীত হয়ে। আমি আছি তোমার বর্তমান হয়ে। আমি আছি তোমার ভবিষ্যৎ হয়ে। কোনো মেঘ তোমাকে তলিয়ে নেবে না যদি তুমি সঠিক পথ চেনো, কোনো লোনাবৃষ্টি তোমাকে ভেজাবে না যদি তুমি সঠিক সময়ে চোখের পর্দা মেলো, কোনো তুফান তোমাকে নাড়াবে না যদি তোমার ভিত্তি শক্ত হয়, যদি তুমি শুদ্ধ হও। মরিচা ধরা অতীত ভুলে এবার ফুল হও।
প্রিয়, ভালোবাসো। ভালো ভাবে বাঁচো। অগোছালো শব্দের ন্যায় নিজেকে না খুঁজে, গোছানো প্রেমে বাঁচো। প্রকৃতির মতো হাসো।
প্রিয় তুমি নিজেকে ভাঙ্গো, তবে ফের এমন ভাবে গড়ো যেন গর্ব হয়। যেন সকল ব্যারিকেড ভেঙে দিয়ে বলতে পারি, তুমি আছ। তুমি ভালোবাসো। তুমি আমাতেই বাঁচো।
আমি জীবন দেখতে চাই, সেই সাথে দেখতে চাই সুন্দর ভোর, পূর্ণিমা রাত, শুনতে চাই সমুদ্রের গর্জন, ছুঁতে চাই পাহাড়ের কুয়াশা। আমি তোমাকে দেখতে চাই। আমি তোমাকে দেখতে চাই, সকল অনুভূতির সততায়।
জীবনের কোনো তটে এসে যদি বলো,
❝তুমি কই? আছ? ভালোবাসো?❞
আমি যেন উত্তর দিতে পারি,
“ চোখ মেলে একবার দেখো, যেখানে রেখে গিয়েছিলে সেখানেই রয়ে গেছে জীবন, সেখানেই আছি আমি তোমার হয়ে সারাজীবন ”।
আর যদি নাই চাও আমাকে, তবে চলে যাব, হারিয়ে যাব তোমাকে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্বলতে দিয়ে। নিজের ছায়াও মিটিয়ে দিবো, যেন কখনো তোমাকে এটা মনে না করায়, কোনো এক পাগলী ছিল, বোকার মতো শুধু আমাকে ভালোবেসে যেত। কখনো যেন আফসোস না হয়।
তবুও তুমি বাঁচো, মন খুলে হাসো। তুমি ভালোবাসায় বাঁচো। শুদ্ধ প্রার্থনায় থাকো। এই ভূবণ শুধু কেড়ে নিতে যানে, দিতে জানে খুব কম। আমার এই অন্ধকার জীবনে একস্নান আলোর মতো চকচক করছ তুমি, তুমি থেকো, ভালোবেসে বরং এবার আমাকে জিতিয়ে দিও।
এক আকাশ সমান নয় বরং এই বুকে যতটুকু ভালোবাসা আছে সব তোমাকে দিলাম, তুমি এবার হাসো। আমার ভালোবাসায় ভালো থাকো।
ইতি,
তোমার বউ