মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)
ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন এর ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক্ লিমিটেড কারখানায় ০৪/০৯/০২৪ ইং বুধবার দুপুর ২ টায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা।
এসময় আন্দোলন কারীরা বলেন আমরা দীর্ঘ দিন যাবত এই সিরামিক্ কারখানায় চাকরি করছি কিন্তু আমাদের বেতন বাড়ানো হয় না। বেতন বাড়ানোর কথা বললেই কারখানার ম্যানেজার আকরাম আমাদের উপর অত্যাচার করে। একটু কাজে ভুল হলে জুতা পেটা করেন এছাড়া ও নারী শ্রমিকের উপর হাত তুলেন এই কর্মকর্তা তার কথাবার্তা শুনলে মনে হয় তিনি এই অফিসের মালিক আমাদের দাবি অতি দ্রুত এই আকরাম কে অপসারণ করতে হবে সেই সাথে বেতন বাড়াতে হবে। বর্তমানে ৬ হাজার টাকা বেতন এই বেতনে কিভাবে সংসার চলে তারা কি বুঝে না। আমরা বাসা ভাড়া খাবার কিনে খেয়ে কিভাবে চলে আমাদের এই ৬ হাজার টাকায়। বর্তমানে প্রতিটা জিনিস পত্রের দাম বেশি তাই আমাদের দাবি সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবেই। প্রায় ১ ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য ম্যানেজার আকরামকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেনি।