গাইবান্ধা সংবাদদাতা :
গাইবান্ধার সাঘাটা উপজেলা যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,ককটেল,দেশীয়
মদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ ৫ জন আটক।
৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন।
উক্ত বাড়িতে প্রবেশের রাস্তায় ৩৫ টি সিসিটিভি ক্যামেরা থাকার কারণে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য সিসিটিভিতে দেখতে পায়।
চেয়ারম্যান এবং তার সহযোগীরা অবৈধ অস্ত্রটি বাড়ি থেকে সরিয়ে ফেলে। এসময় মদ্যপানরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্য মতে চর হতে দেশীয় অস্ত্র, ককটেল এবং দেশীয় মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
যৌথ অপারেশন শেষে ৫ জনকেই পুলিশ হেফাজতে নেয়ার পর স্বাস্থ্যগত কারণে ২জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন জনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালে থাকা অবস্থায়
সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুইজনের মৃত্যুর কারণ ময়নাতদন্তে এবং ভিসেরা রিপোর্টে বেড়িয়ে আসবে।