আলমগীর হোসেন শুভ
বরগুনা সদর উপজেলায ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে বরগুনা থেকে নিশানবাড়িয়া রোডের কাজ চলমান।উক্ত কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।
এ নিয়ে কন্ট্রাক্টর ফরহাদ জমাদ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এ বিষয়ে সে কোন কথা বলতে চাননি, তবে সহকারী মোঃ ছিদ্দিকুর রহমানের সাথে কথা বলা হলে সে বলে কন্টাক্টর আমাকে যে রকমের জিনিস দিবে সে রকমের জিনিস দিয়েই আমাকে কাজ শেষ করতে হবে। আমি তার নির্দেশই সবকিছু করি।
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা এলজিইডিতে নিয়োজিত একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বলেন রাস্তায় যে ইটের খোয়া ব্যবহার করা হবে সেটা হবে এক নাম্বার ইটের খোয়া কিন্তু এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা নিম্নমানের। এই খোয়া দিয়ে কাজ সম্পন্ন করার কোন অফিসিয়াল আদেশ অফিস দেন নি।
এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে মুঠোফোনে কথা বললে সে বলেন, আমি চিকিৎসার জন্য ঢাকায় এসেছি লোক পাঠিয়ে বিষয়টি দেখবো। তিনি আরো বলেন রাস্তায় ইটের খোয়া ১ নম্বর হবে এখানে নিম্নমানের ইটের খোয়া-দেওয়ার কোন অপশন নাই। বিষয়টি আমি অতি গুরুত্ব সহকারে দেখবো।
এলাকাবাসী প্রত্যাশা যাতে নিম্নমানের খোয়া পরিবর্তন করে ভালো মানের ইটের খোয়া ব্যবহার করা হয়।