এম জাফরান হারুন, পটুয়াখালী::
পটুয়াখালী জেলার নিজনিজ বাসভবন থেকে মঙ্গলবার (১লা অক্টোবর) গভীর রাতে আওয়ামী লীগের ৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে দুমকি ও বাউফল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির মৃধা, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন হাওলাদার ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু।
হুমায়ুন কবির এর বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে। মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে। অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের দুমকি ২ নং ওয়ার্ডে।
বাউফল থানার তদন্ত ওসি মোঃ আতিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বাউফল থানায় একটি নাশকতার মামলা রয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ওসি ফিরোজ আহমেদ জানান, যেহেতু আটককৃতদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে। কোর্টে চালানের প্রক্রিয়া তারাই সম্পন্ন করবেন। আমরা শুধু সহযোগীতা করেছি।
এদিকে বুধবার ভোর রাতে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মামুন আকন, নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আনিচ ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাব্বি নামের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩শ জনকে আসামী করা হয়। যাহার মামলা নং-২৪/৮/২৪। গ্রেফতারকৃত ওই ৩ জন আসামীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা চলাকালে উল্লেখিত নামীয় আসামিসহ অজ্ঞাত আসামীরা ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সভাস্থল ভাঙচুর করে ও নগদ টাকাসহ মালামাল লুট করে।
এবিষয়ে বাউফল থানার তদন্ত ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, বাউফল থানার মামলা নং-২৪/৮/২৪ সংযুক্ত আসামী হিসাবে তাদের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।