মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)
বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজীপুরের শ্রীপুরে এক গণ সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব (শায়েখে চরমোনাই)।
গাজীপুরের শ্রীপুরে ৭ অক্টোবর (সোমবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক গণ সমাবেশের আয়োজন করা হয়। তিনি উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ এবং মুফতি শাহ্ মুহাম্মদ নাঈম নূরের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন,
আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করতে।বিগত সরকারের সময় সবচেয়ে বেশি বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে এ দেশের আলেম সমাজ।
সে সময় আমাদেরকে ইসলামী মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয়নি।আলেমদের নামে বিভিন্ন প্রকারের মামলা-হামলা,হয়রানি ও যুলুম-নির্যাতন চালিয়েছে।আলেমদের প্রতি নির্যাতনের কারনে আল্লাহ তাদের উপর গজব নাযিল করেছেন।আর এই জন্যই তাদের এই পরিণতি।
তিনি আরও বলেন,আমার দেশ বাংলাদেশ, এদেশের সংবিধান কেন ভারতের সংবিধানের মত হবে? মূলত সংবিধান পরিবর্তন, বৈষম্য দূরীকরণ,দেশ সংষ্কার ও ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন,আমরা আন্দোলন করেছি দেশ সংষ্কারের জন্য। আপনারা যদি মনে করেন আলেম সমাজ বাদ দিয়ে দেশ সংষ্কার করতে পারবেন তাহলে ভুল।আবার বৈষম্য তৈরি হবে।আলেম সমাজ বাদ দিয়ে দেশ সংষ্কার কখনই সম্ভব নয় বলে তিনি বলেন।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আলমগীর হোসাইন বলেন,আমরা চাই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক।থাকবেনা কোন বৈষম্য, ধনী-গরিবের ভেদাভেদ। সবাই পাবে তার ন্যায্য অধিকার। এ দেশ আমার আপনার বাংলাদেশী সবার।
উক্ত গণ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দীন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম.রহুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।