মিরপুর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মো. ইমরান হোসেন আকাশ (২২) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগ এনে গত ২৭ আগস্ট ২০২৪ তারিখ রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা বেবি।
এই মামলার প্রেক্ষিতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর থেকে ঢাকা মহানগর উত্তর ৩ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও পল্লবীর কিশোর গ্যাং ‘মাইরা দে’ গ্রুপের লিডার মুস্তাফিজুর রহমান পারভেজ (মাইরা দে পারভেজকে) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
মোস্তাফিজুর রহমান পারভেজ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার পাশাপাশি, বিগত সরকারের আমলে মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণ, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনসহ এমন কোন অপকর্ম নেই যা করেন নাই তিনি। তার অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার ওপর নেমে আসত বর্বর নির্যাতন এমনকি মিথ্যা মামলার পাহাড়। এই কুখ্যাত সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় একাধিক মামলারও রয়েছে।
বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পল্লবী থানা পুলিশের সহযোগিতায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এলাকায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে থানায় মামলা করলে, উল্টো ভুক্তভোগীকেই করা হতো হয়রানি। তার অত্যাচারের হাত থেকে রক্ষা এলাকার রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মীরা, ব্যবসায়ী ও অসাধারণ জনতাও।
এছাড়া, এলাকায় অনুমোদনহীন একটি মাল্টিপারপাস সমিতি পরিচালনা করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই পারভেজ। আবার চাকরির প্রলোভন দেখিয়ে তার সমিতির অফিসে ডেকে এনে বিভিন্ন নারীকে জোরপূর্বক করা হতো ধর্ষণ। এরকম ধর্ষণের শিকার এক নারী রাজধানীর পল্লবী থানায় মামলাও করে এই পারভেজের বিরুদ্ধে।
তবে, গতকাল এই কুখ্যাত কিশোর গ্যাং লিডার মাইরা দে পারভেজকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে এলাকায়। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। এমনকি তার গ্রেফতারের পরপরই এলাকায় মিষ্টি বিতরণ করেন অনেকে। এই গ্যাং এর বাকি সদস্যদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এমনকি, সেই সময় পারভেজের নানা অপকর্ম নিয়ে মানববন্ধন আর একাধিক টেলিভিশন ও পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করা হলেও। রাজনৈতিক প্রভাবে একদিনের জন্যেও তাকে গ্রেফতার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারের বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমান পারভেজকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।