মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে মাদক-চাঁদাবাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সোমবার বিকেলে বরমী -কাওরাইদ আঞ্চলিক সড়কের মোল্লা মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে অংশ নেন স্থানীয়রা।
মানববন্ধনে স্থানীয়রা দাবী করেন বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে বরমী,কাওরাইদে মাদক ব্যবসায়ীদের সর্গরাজ্য গড়ে উঠেছিলো। গত পাঁচ আগষ্ট পট পরিবর্তনের পর খোলশ পাল্টেছে মাদক কারবারিরা। আজ বিকেলে বরমী বাজার মুক্ত মঞ্চে মাদক-চাঁদাবাজ বিরুধী সমাবেশের কথা ছিলো, নাগরিক কমিটি এ সমাবেশের আয়োজন করে। একটি মহলের বাধার কারণে নাগরিক সমাবেশ হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার আদর্শে নেতাকর্মীরা পরিচালিত হয়। তারেক জিয়ার নির্দেশনায় আমরা মাদক -চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কাজ করছি। কেউ যদি দলের নির্দেশনা না মেনে সমাজের শান্তি বিনষ্ট করে আমরা তার জবাব দেব। মানববন্ধনে অংশনেয়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বরমী বাজারে আজ যে সমাবেশ ছিলো তাতে একটি মহল বাধা সৃষ্টি করে। পথে বিভিন্ন স্থানে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের কে মারপিট করে আহত করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোব্বাশির জুয়েল,কাওরাইদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ ফকির,জেলা যুবদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মো.মাজাহারুল ইসলাম মোল্লাহ্ সহ আরো অনেক নেতৃবৃন্দ। কর্মসূচিথেকে অবিলম্বে মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবী করা হয়।