মো:লিংকন আহমেদ,স্টাফ রিপোর্টার:
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানটি কুরআন তিলওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চৌধুরী মুয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক গাইবান্ধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:মোশাররফ হোসেন,পিপিএম পুলিশ সুপার গাইবান্ধা।সভাপতিত্ব করেন প্রফেসর জনাব মো:খলিলুর রহমান,অধ্যক্ষ, গাইবান্ধা সরকারি কলেজ।এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,বিভিন্ন বিভাগের শিক্ষকগন সহ সাধারন শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথি জনাব চৌধুরী মুয়াজ্জম আহমদ বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও তাদের ভিতরের অলসতা কাটানোর জন্য, নেশা থেকে বেরিয়ে আসতে অবশ্যই খেলাধুলার প্রায়োজন আছে।খেলাধুলায় শুধু শারিরীক সুস্থতা নয় বরং মেধাকেও সুস্থ রাখতে সাহায্য করে।