মো:লিংকন আহমেদ,স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বৃক্ষ রোপণ করি,লাল সবুজের বাংলাদেশ গড়ি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করি এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ রোপন করেন।নারিকেল, কাঠাল,আম,সুপারি,আমরা,নিম গাছ সহ প্রায় শতাধিক গাছ রোপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো:খলিলুর রহমান।তিনি বলেন আমাদের কলেজে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধরনের গাছ রোপন করলেও এটি ছিলো ভিন্ন,বেশির ভাগ সময় তারা কাঠ গাছ বেশি রোপন করে থাকে তবে লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম সম্পূর্ণ ভাবে ফলজ ও ঔষধি গাছ রোপন করে।এতে কলেজের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে আর শিক্ষার্থীরাও ফল খেতে পারে।লাল সবুজ সোসাইটির এমন উদ্যোগে আমি তাদের সাধুবাদ জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটি টিমের সদস্য জাহাঙ্গীর, মোনারুল, বেলাল,হালিম,সাগর,শাহারুল,তিতাস,রাকিব,সাকিল,সবুজ,হাসিব,লিন্তা,মিলি,জেলি,রিয়া,সুমাইয়া,রুপালি,জেসমিন,জিম,জান্নাতি ও কুমারি পূর্নিমা রানী সহ আরও অনেকে।